Khoborerchokh logo

কবিতার নাম: আমার নীলিমা 866 0

Khoborerchokh logo

ছবি,কবিতার কথা বলে !

কবিতার নাম: আমার নীলিমা

লেখিকা: নীলিমা সুলতানা সুমি  
বলত কবি,
তুমি আমাকে চেন নাকী ? 
আমার প্রতিটা কথা 
তোমার প্রতিটি কবিতায় 
কেমন করে এসে যায় । 
 সে কথা বলেনা আমায় 
সেটাই শুধু জানতে চাই । 
বুকের ভিতরে জমানো যতো কথা 
কাউকে তো বলি নাই !
তোমারে কি বলেছি নিরালায় ? 
তবু কেমন করে তোমার 
সব কিছু জানা হয়ে যায় ? 
আমার স্বপ্ন, কষ্ট
হৃদয় ভাঁঙ্গা কান্না 
এমন কি আমার খুব পছন্দের 
রক্ত বর্ণ কৃষ্ণচূড়া 
কিছু-ই তো বাদ পড়েনা । 
তবে কি বলব, তুমি কবি না 
আমার নীলিমা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com